Equality vs Equity

Nijhoom

আমরা Equality Ensure করতে গিয়ে অনেক সময়ই Fundamental কিছু প্রাপ্তি থেকেও বঞ্চিত হই।

🗨️ Equality vs Equity
Man & Woman are not created equally, আল্লাহ যদি Equal বানাতে চাইতেন তাহলে 2 টা আলাদা Gender Create করার দরকার ই তো ছিলো না।

Man & Woman কে একে অপরের Compatible করে Create করা হয়েছে।
Fundamentally এমন অনেক কিছু, কাজ, দায়িত্ব আছে যাতে Woman রা Naturally এগিয়ে।
আবার এমন অনেক কাজ, দায়িত্ব, Resource আছে যেদিকে Man এগিয়ে।
এখন একজন আরেকজনকে Help করে Better Sync হলেই যেকোনো কিছুতে তারা একসাথে Prosper করতে পারবে।

এক্ষেত্রে, আমি যেদিকে Flourish করতে পারবো, সেদিকে Effort না দিয়ে, নিজেকে প্রমান না করে যদি খালি প্রতিবাদ করি তাহলে hatred বাড়বে, তাতে কিছু Solve হবে না।

ছোট একটা উদাহরণ দেই:

🔵 ছেলদের Brain 🧠 যেকোনো একটা কাজে Focus করতে পারে, মানে by default তারা Multi-Tasker না। এজন্য দেখবেন কোনো ছেলে যখন কোনো কাজ করে আসে পাশে কি হচ্ছে, সেদিকে কোনো খেয়াল থাকে না। কারণ তারা চাইলেও খেয়াল করতে পারবে না।

🟣 মেয়দের Brain 🧠 আবার কয়েকটা কাজ একসাথে Process করতে পারে, মানে তারা By default Multi-tasker, দেখবেন তারা একই সাথে ফোনে কথা বলছে, পাশাপশি কিছু একটা করতেছে, আবার পাশে দিয়ে কে গেলো সেটাও খেয়াল করে ফেলেছে, একদম Effortlessly.

আবার Physically ছেলেদের Dominant Feature থাকে, আবার Mentally মেয়েদের Caring Feature থাকে।
এগুলো আপনি চাইলেও Equation থেকে বাদ দিতে পারবেন না। কারণ Allah এগুলো বাদ দেওয়ার জন্য দেয় নি,

এগুলোকে Better Utilize করে Compatibility Create করার জন্য দিয়েছে।

Equity এর দিক থেকে, বাসে 🚌 বসে আমার Seat টা কোনো আপুকে বসার জায়গা করে দিয়ে ছেড়ে দিতে পারবো (তাতে আমার খারাপ ও লাগবে না, বরং মন থেকে ভালো Feel করবো)। কিন্তু এখানে আপনি Equality নিয়ে আসলে কিন্তু Seat টায় যে আগে বসেছে সেই Priority পাচ্ছে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts