Do More Transactions

Nijhoom

Freelancing এ আমরা এমন Client দের কাজ করতে পছন্দ করি না যারা অনেক যাচাই-বাছাই করে কাজটা দেয়।

Freelancing এ আমরা এমন Client দের কাজ করতে পছন্দ করি না যারা অনেক যাচাই-বাছাই করে কাজটা দেয়। আবার এমন ক্লায়েন্টকে অনেক বেশি কাজ করে দেই যারা দামাদামি করে না, আমি যা চাচ্ছি তাই দিচ্ছে।

⭐ যারা অনেক Friendly আমরা তাদেরকে Extra Effort দিয়ে কাজটা করে দেই।
এক্ষেত্রে একটা লাইন আছে – “Successful People Do More Transactions”, মানে ” Successful মানুষ অন্যদের থেকে বেশি Transaction করে”.

🧧ধরেন, একজন জীবনে 1000 টা Deal করে সেখান থেকে যদি 500 Deal এও সফল হয়, সে অনেক উপরে যেতে পারবে, Wealth Generate করতে পারবে।
🚦আর যে অনেক যাচাই বাছাই করে জীবনে মাত্র 200 Deal করে, সেখান থেকে 150 Deal Successful হলেও সে ততটা উপরে যেতে পারছে না।

আমরা অনেক সময়ই ছোট ছোট Decision নিয়ে অনেক বেশি Analysis করি অনেক বেশি সময় ধরে প্যারা খাই।
🔘 রিক্সাওয়ালা 10 টাকা বেশি চাইলে, যাব নাকি সেটা নিয়ে প্যারা খাই।
🔘 কাউকে ভরসা করতে পারি না,
🔘 আরো যাচাই করবো বলে অনেক সময় Waste করে ফেলি।
🔘 কিছু Plan অনুযায়ী না হলেই, সেটার সাথে মানিয়ে নিতে পারি না।
🔘 আবার কাউকে দিয়ে না করিয়ে, আগের টা কেনো মন মত হলো না সেটা নিয়ে চিন্তায় থাকি।
🍘 এতে আমাদের Transaction এর পরিমাণ কমে যাচ্ছে। যাতে স্বাভাবিকভাবেই আমরা Life এ কম বিষয় Experience করতে পারছি।

যেখানে বেশি Deal করলে
🌀 আমার অনেক মানুষের সাথে পরিচয় হইত।
🌀 অনেক মানুষের সাথে Meeting করতাম
🌀 তাহলে একসময় খুব সহজেই মানুষ চিনে যাইতাম।
🌀 বুঝতাম কাকে দিয়ে কাজ হবে কাকে দিয়ে হবে না।
🌀 সেটা শুধুমাত্র অনেক মানুষের সাথে কাজের Experience থেকেই হয়।

আর এজন্যই Successful মানুষ বাকিদের তুলনায় কম যাচাই করে,
সহজেই আরেকজনকে বিশ্বাস করে,
সহজেই বিশ্বাস করার কারণে আপনিও নিজের সর্বোচ্চ টা দিয়ে Client কে help করেন 😉

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts