ছোট ছোট কাজে Discipline আর Responsibility যাদের মাঝে দেখবেন, তারাই বড় কাজেও Responsible থাকে।
অনেকেই দেখবেন বলে এটা তো বেশি Important না, বা কাজ টা তো ছোট তাই হ্যালা ফেলা করছি, বড় কাজে আমি আবার Focus বেশি করবো।
বড় কাজেও সে একই কাজ করবে, Procrastinate করবে আর শেষ মেষ বলবে সময় কম থাকার কারণে কোনো রকম ভাবে শেষ করেছি।
এজন্য সাধারনত যারা নিজের ছোট ছোট ব্যপারে যত্নশীল, তারাই Life এর Difficult Situation গুলো ভালো ভাবে Handle করতে পারে।
কারণ তাদের মধ্যে সেই Discipline টা আছে।