যে কোন Difficult Situation এ 2টা State থাকে।
🗨️ যা হচ্ছে হতে দেওয়া
🗨️ সেটাকে Stop করে, Change করতে চেষ্টা করা
কোন সমস্যা গলার কাঁটা না হওয়া পর্যন্ত আমরা সেটাকে Ignore করতে চাই, সলভ করতে চাই না, তাই সমস্যাটা Control এর বাইরে যেতে থাকে।
তাই যেকোনো Difficult Situation এ যদি বলি
🧠 “আচ্ছা, Now What?”
মানে, যা হয়েছে; হয়েছে! এখন এটাকে Solve করতে হলে কি করতে হবে?
এরকম Positive Attitude রাখলে দেখবো-
▪️কোন না কোন ভাবে
▪️কারো না কারো কাছে
সেই সমস্যার সমাধান আছে.
Just আমাকে পর্যাপ্ত Effort & Resource ব্যয় করে তার পর্যন্ত পৌঁছাতে হবে।
এভাবে সমস্যার সমাধানের দিকে এগোলে যেকোন সমস্যা Solve করা যায়। কিন্তু Decision হীনতায় ভুগলে সেখানে আটকে থাকতে হয়।