অনলাইন Professionals দের জন্য Device গুলোই কিন্তু Income Generate করতে Help করে।
অনেকেই বাসা সাজায়, নতুন জামা-জুতা কিনে, মাসে মাসে Tour বা অন্যান্য খরচের জন্য Easily টাকা খরচ করে, কিন্তু Device Upgrade এ বেশি খরচ করতে চায় না।
যেখানে, Slow Device:
● Productivity অনেক কমিয়ে দেয়,
●মেজাজ খারাপ হয়ে কাজের Mood ই থাকে না,
●কাজের Flow নষ্ট করে।
Better Performance, Faster Speed, আর Reliable Device আপনাকে Long Run এ Better Result এনে দিবে।
আমি আগে Windows PC তে নতুন নতুন Parts লাগাতে লাগাতে ভালো টাকাই খরচ করে ফেলেছিলাম, কিন্তু Stability পাচ্ছিলাম না।
হুট করেই PC off হয়ে যাওয়া, Processor এ Paste দেওয়া, Ram খুলে Rubber দিয়ে ঘষে লাগানোর পর আবার চলতো।
মাঝে মাঝে এতকিছু করার পরও চলতো না। তখন দোকানে নিয়ে যেতে হতো।
তারপর Decision নিই Macbook এ Switch করার।
তখন থেকে প্রায় 3 বছর একদম Smoothly চলে যাচ্ছে, Device Related কোনো প্যারাই নিতে হয় না আলহামদুলিল্লাহ।
Long-Term Stability এবং Mental Satisfaction এর জন্য তাই ভালো Device এ Invest করা উচিত আর নিয়মিত Upgrade করতে থাকা উচিত।