How to Define Yourself. ✅
𝗖𝗢𝗡𝗙𝗜𝗗𝗘𝗡𝗖𝗘 এর মতই নিজের লিমিটেশন গুলোর স্পষ্ট ধারণা থাকাও Important.
আপনি সর্বোচ্চ চেষ্টা করলেও আপনার দৌড় কতটুক সেটার ধারণা যেমন Realistic Expectation Set করতে সাহায্য করবে, তেমনই আপনাকে অনেক Frustration থেকে বাঁচাবে।
অন্য যে কারো তুলনায় আমরা নিজের সাথে বেশি সময় থাকলেও নিজের ভালো আর খারাপ বিষয় গুলো নিয়ে কখনো Clearly ভাবি না। নিজেকে Define করতে পারা টা অনেক Important.
3 টা 𝗦𝗜𝗠𝗣𝗟𝗘 𝗤𝗨𝗘𝗦𝗧𝗜𝗢𝗡 দিয়ে শুরু করতে পারেনঃ
1️⃣ Risk নিতে পারেন, নাকি Safe থাকতে পছন্দ করেন?
2️⃣ চালাক, নাকি একটু সহজ সরল টাইপের?
3️⃣ কিছু শিখতে কম সময় লাগে, নাকি শিখবো শিখবো করে 1টা জিনিস নিয়েই মাসের পর মাস পার করে দেন?
এখানে ভালো বা খারাপের কিছু নেই, আপনি ঠিক যেমন সেটাই Select করবেন।
সব Type এর মানুষই Successful হতে পারে, যদি সে তাঁর সাথে যায় এমন কিছু করে।
আপনি যেমন, সেভাবেই plan করে আগাতে পারবেন। আর এটা নিয়ে সংকোচ এর কিছু নাই। আমি যেমন সেটার Clear Idea থাকলে তা অনেক Initiative এ কাজে দেয়।
So, Define করতে পারলে, Comment করেন:
1️⃣ Risk Taker or Safe Player?
2️⃣ Intellectual or Low Intellect?
3️⃣ Fast Learner or Slow Learner?
যখন জানবেন যে আপনার সামর্থ্য কতটুক, আপনি সেই অনুযায়ী Plan করবেন।
অন্যকে দেখে নিজেকে Push করে লাভ হবে না, যদি সেই কাজ আপনার সাথে Compatible না হয়।