Contentment আলাদা জিনিস। যা কখনো Material কিছুর ওপর নির্ভর করে না, Mindset এর ওপর নির্ভর করে।
আমি যদি সবসময় এটাই হিসাব করে যাই যে আমি কি পেলাম, আমি কি Deserve করি, আমাকে কতটুক সময় দেওয়া হচ্ছে, আমি কতটুক ঝামেলা বিহীন থাকতে পারছি।
🗨️ তাহলে এখানে Fundamentally সব কিছু “আমি” কেন্দ্রীক।
কিন্তু আসল শান্তি আসে, আমি অন্যদেরকে কতটুক দিতে পারছি সেটা থেকে।
দেখবেন রিকশাওয়ালা কে 10 টাকা বাড়িয়ে দিলে নিজের মনে যেই শান্তি টা লাগে সেটা 10 টাকার তুলনায় অনেক Valuable.
যখন কোনো Friend এর বিপদে Help করছি, সেটা আমার মনের শান্তির জন্য অনেক Important.
আমি যখন Receiving End থেকে Giving এ Switch হয়ে যাবো, তখন ই True Happiness & Contentment পাবো।
এজন্য দেখবেন, খুব কম Income, কম খাবার, কম Facilities, কম Vacation এও অনেক অনেক Family শান্তিতে বেচে আছে।
কারণ যখন যেকোনো রকমের Situation এ আমি কি পাইলাম সেটা হিসেব না করে, আমি কি দিতে পারছি সেদিকে বেশি Focus করবো তখন সামান্য Contribution ই আমাকে Life এ Purpose দিবে, Contentment দিবে।