Content Creation এর Secret Formula হলো যত সহজে বানানো যায়, তত Long Run এ টিকে থাকতে পারবেন।
🔘 Friction কমান, শুরু করতে যেনো বেশি Preparation না নিতে হয়
🔘 Problem দেখার সাথে সাথে Solution বানিয়ে Post করে দেন
🔘 নতুন Update আসলে দেরি না করে তখনই বানিয়ে ফেলেন
🔘 কারো Problem Solve করতে পারলে, Content দিয়ে help করে ফেলেন
🔘 Paid কোর্স বানানোর জন্য Wait কইরেন না, Free না পেলে Paid কিনবে না কেউ
🔘 Content যত Straightforward তত ভালো
🔘 আপনি কে, কি করেন, সব পোষ্ট/ভিডিও তে বলার দরকার নেই, no one cares
🔘 Content এর শেষে Subscribe/like/Share যেকোনো একটা কাজ করতে বলবেন
🔘 Viewer দের Like+Comment+Share+Subscribe এর list ধরিয়ে দিবেন না, সে ভিডিও/post পড়তে এসে বিপদে পরে যায় নাই।
🔘 Content এ উচ্চারণ বা উপস্থাপন Clear করতে চেষ্টা করেন
🔘 যা 2 মিনিটে বলা যায়, তা টেনে 10 মিনিট বানাবেন না, মানুষের সময়ের মূল্য আছে