Content Creation এ Track Change করে Trend এর সাথে সাথে Content বানানোর Urge হয় অনেক।
🗨️ এটা Maintain করতে চেষ্টা করতে হবে।
কিছু Main Topic কে ঘিরেই যেহেতু আমাদের Audience তাই যখন যা আসছে সেটা নিয়েই Content বানানো যাবে না।
🗨️ সব কিছুতেই আমার Publicly মতামত দেওয়ার দরকার নাই।
Content Creation শুরু হয় নিজের Interest এর Topic থেকে, নিজে যা share করতে পছন্দ করি সেটা দিয়ে।
কিন্তু এখন যদি Trend এর সাথে সাথে এগোই, বা Audience যা চায় সেটাই যদি দিতে মরিয়া হয়ে যাই তাহলে সেই শুরুর দিকের Purpose টাই আর থাকছে না।
🗨️ একসময় Passion থেকে শুরু করা Initiative টাই Boring লাগা শুরু হবে।
আবার প্রত্যেকটা Trending Topic এর কিন্তু 2 পক্ষের ই Audience থাকে। তাই আমি যদি Trend এর সাথে মিল রেখে কিছু বলি তাহলে আমার নিজের Audience এর মধ্যেই কিছু মানুষের সাথে আমার একটু Clash হবে।
তারা আস্তে আস্তে Support টা কমিয়ে দিবে।
🗨️ আবার মাঝে মাঝে Controversial কিছুতে নিজের মতামত Share করা টাও Important, যদি তা আমার Main Topic গুলোর মধ্যে পড়ে। নিজের Stand টা জানানো ও সেক্ষেত্রে Important.