আমাদের একটা Belief System তৈরী হয়ে যায়, Subconsciously আমরা এমন অনেক কিছুই Automatically করি যা খেয়াল ই করা হয় না।
🗨️ কিন্তু কথা, কিছু Behavior বা কিছু Action
আমি নিজে যা Believe করি, প্রায় সবসময়ই ই আশা করি যেনো অপর পক্ষ সেটাই বুঝে, সেটাই করে।
🗨️ একে Confirmation Bias বলে।
এজন্যই দেখবেন আমরা তর্ক থেকে বেশি পছন্দ করি যাতে কেউ আমাকে চুপ করে শুনে।
Psychologist এর কাছে যাই যাতে সে আমার Situation টা বুঝে একটা Decision দেয়।
প্রায় সময়ই আমরা কারো সাথে Discussion বা Negotiation করতে যাই Just আমি যেটা বিলিভ করি সেটা আরেকজনের কাছ থেকে শোনার জন্য, Acknowledged হওয়ার জন্য।
But আমি যদি নিজে কোন কিছু Adjust করতে না চাই, কোন কিছু বুঝতে না চাই, Change হওয়ার জন্য রেডি না থাকি, তাহলে অপর পক্ষ থেকে সেটা Expect করাটাও উচিত হবে না।
যেখানে যত Debate দেখবেন, একটা বিষয় Common:
▪️কেউ কারো Ground ছাড়তে রাজি না।
▪️সবাই আরেকজনকে হারাতে চায়।
▪️কেউ বুঝার জন্য Debate করছে না।
▪️কেউ কিছু মেনে নেওয়ার জন্য Ready না।