Career এ বেশি Effort না দিতে চাওয়ার কারণ:
🍥 Too Many Options
🍥 Decision না নিতে পারা
🍥 তাড়াতাড়ি কিছু করার তাগিদ
🍥 নিজের ওপর Confidence না থাকা
🍥 Distractions
🍥 2-1জন Mentor follow না করে যা সামনে আসে তাই Consume করা
🍥 বড়লোকদের প্রতি Negative মানুষিকতা
🍥 ‘অর্থই সব অনর্থের মূল’ এমন Illogical ধারণা
🍥 দেশের বড়লোকরা কি করে সেটা সম্পর্কে না জানা
🍥 পকেট খরচ চললেই পেট ভরে যাওয়া, বড় হওয়ায় ক্ষুধা না থাকা
🍥 চাকরি ছাড়া কিছু করলে, কারো থেকে উৎসাহ না পাওয়া
🍥 নিজের Decision এর জন্য Social Approval চাওয়া
🍥 Safe Play করার Mentality
🍥 Comfort Zone
🍥 Enough Resource, Device, Setup না থাকা
🍥 Instability/Uncertainty in Relationship
🍥 কোনরকম জীবন পার করতে পারলেই জান্নাত, এমন ফাঁকিবাজি, Meaningless, No Legacy, Selfish, Non Impactful life lead করার প্ল্যান
🍥 সাহাবীদের Lifestyle, Business, Wealth সম্পর্কে না জানা
🍥 নবী (স.) এর জীবনী সম্পর্কে in-details এ না জানা
🍥 Family এর responsibility এড়িয়ে চলা
🍥 Fitness না থাকায়, Stamina কমে যাওয়া
🍥 কিছুর প্রতি Addiction
🍥 Medical Depression এর চিকিৎসা না করা
🍥 Unsuccessful মানুষের কাছে Better Management এর সাজেশন নেওয়া
🍥 Islamic Knowledge এর জন্য Local বক্তাদের Reference ছাড়া কথাকে Life Advise হিসেবে নেওয়া, যে নিজেই এই Content creation এর income দিয়ে চলে।
🍥 বিদেশি Start-up ecosystem দেখে Idea Validation ছাড়াই কাজ করে বড় ধরনের লস খাওয়া।
🍥 মন বলছে, এটা Successful হবেই। এই biased source এর ওপর depend করেই decision নেওয়া।
🍥 Constructive criticism না নিতে পারা
🍥 Personality building এ কোনো effort ই না দেওয়া