CSE Final Year এও Coding না পারলে কি করবেন? 😓
মনে মনে ভাবছেন Graduate হয়ে যাচ্ছি, কিন্তু জব করার মত তো কোনো Skill নাই।
হুম, CSE হলো পাঁচ মিশালি পাগলা পানির মত। অনেক কিছু শিখাবে, বেসিক ধারণা দিবে। কিন্তু কিছুতেই এক্সপার্ট বানাবে না।
পড়বেন, টক, ঝাল, মিষ্টি লাগবে, Social Recognition পাবেন কিন্তু পরীক্ষার আগে ফ্রেন্ডদের থেকে কোড ম্যানেজ করে “আগে পাশ করি তারপর সেমিস্টার ব্রেক এ কভার করবো নে” এই কভার আর হয় না।
এভাবেই হুট করে দেখবেন আপনি ফাইনাল দিচ্ছেন।
ওয়াট লাগা 😐
CSE পড়লেই সবার কোডিং স্কিল ভালো থাকে না, থাকতেই যে হবে তেমন ও না। তবে আমাদের Curriculum গুলো আপনাকে Coding knowledge এর বাইরে আর অন্য কিছু দিয়ে মাপবে না।
আমাদের দেশে সবাই Passion থেকে CSE নেয় না। অনেকটা Status game বলতে পারেন।
এখন চলেন, আপনাকে একটা 20/25 হাজার এর জব এর রাস্তা বলে দেই।
CSE তে আপনাকে মিনিমাম 7/8 টা জিনিস বা ক্যাটাগরি এর জিনিস এর বেসিক ধারণা দেওয়া হয়।কাউকেই এক্সপার্ট বানানো হয় না। এবার আপনি এটাকে অন্য ভাবে কাজে লাগান। আপনি যেই বেসিক ধারণা টা জানেন এটাও কিন্তু অন্যদের কাছে নাই। এদিক দিয়ে আপনি এগিয়ে আছেন
আপনি এই 7/8 টা ক্যাটাগরি এর মধ্যে Ranking করেন।
কোনটা কোনটা আপনি কোর্স করে মজা পেয়েছেন, কোনটায় কোনটায় আপনার হেল্প কম নিতে হয়েছে।
এইগুলার মধ্যেই 3 টা বেছে নেন।
এবার আবার বেসিক থেকে ভিডিও দেখেন ইউটিউব থেকে।
এই লিস্ট এর 3 টার বেসিক শিখার পর, আপনি নিজেই বুঝে যাবেন কোনটা বেশি ভালো লাগে আপনার।
এটাই আপনার জন্য বেস্ট।
এবার বাকি 2 টা কে বাদ দিয়ে দেন।
ওই একটা নিয়ে আরো স্কিল বাড়ান, পেইড কোর্স করেন। 4 থেকে 6 মাসে অনেক ভালো লেভেল এর স্কিল পর্যন্ত যাওয়া যায়।
যদি এইটুক না পারেন, তাহলে ব্যবসা শিখেন, জব হবে না আপনার দ্বারা।
রিমোট জব করেন বা অফিস জব। Lobbing করে সরকারি জব না হলে, আপনার স্কিল থাকা লাগবেই।
আপনার Employer আপনাকে দিয়ে 50 হাজার কামাইতে না পারলে আপনাকে 25K বেতন দিয়ে রাখবে না।
আপনি যদি এই পর্যন্ত পড়ে থাকেন তার মানে আপনি সিরিয়াস। তাই আজ থেকেই করা শুরু করেন।
সামারী:
- লিস্ট করেন যা যা ভালো লাগে।
- প্রথম 3 টা জিনিস বেসিক থেকে আবার শিখেন।
- 1 টা চুজ করেন।
- ঐটা নিয়ে আগান।
- 5/6মাস সময় দেন।
- আপনার কাজের স্যাম্পল অবশ্যই বানাতে হবে। কাজের স্যাম্পল ই আপনার মামা চাচা হিসেবে কাজ করবে।
Okay এখন যা ই বানাবেন Portfolio হিসেবে share করে মানুষের সাজেশন নিবেন। একসময় এই মানুষ গুলাই আপনাকে Refer করে দিবে কোথাও।
মোটামুটি Confidence Build হয়ে গেলে এখন CV টা Update করে ফেলেন, Just keep the necessary things.
Then একটা Free Internship হলেও খোঁজ নিতে শুরু করেন। 1 মাস বা 3 মাস মন দিয়ে কাজ করেন। দেখেন তাদের কাজের Pattern কেমন আর সেই অনুযায়ী নিজেকে আরেকটু Polish করে নেন।
3 মাস পর তারা নিজে থেকে Job offer করার সম্ভাবনা অনেক, নাহলে অন্য কোথাও জব এর জন্য apply করলে এবার হয়ে যাবে InshaAllah কারণ 4 বছরে যা হয় নি, এখন আপনার সেই Industry related practical working knowledge আছে।
Best of luck 💪😎