Career Build করা সবার জন্যই Tough.
অনেকেই নিজের জন্য Effort না দিয়ে, শুরু না করে যারা Career Focused, এমন Senior দের কাছে সময় চেয়ে বসে।
🗨️ ভাই আপনাকে কল দেই, কিছু কথা আছে।
🗨️ ভাই আমাকে একটু সময় দেন।
🗨️ ভাই দেখা করতে চাচ্ছি, কিছু বিষয়ে কথা আছে
🗨️ জিজ্ঞেস না করেই, Direct Call দিয়ে বসা।
সময় হলো একটা মানুষের সবচেয়ে দামী Asset. আমার প্রয়োজনের সাথে সাথে আরেকজন Available থাকবে এমন Expect করা উচিৎ না।
প্রায় সময়ই এই Conversation গুলো এমন হয় যে, ভাই শুরু করতে চাচ্ছি, কোনটা নিয়ে শুরু করলে ভালো হয়? 😶
🧠 আমরা যদি নিজের Part টা না করে আসি, আরেকজন আমার হয়ে আমারটা করে দিবে না।
কেউ Social Media তে Activities করছে, Regular Update দিচ্ছে মানে এই না, সে সারাদিন Free থাকে।
সে নিজেরটা নিজে করে নিচ্ছে, তাই আপনাকেও নিজেরটা করে নেওয়ার মতো Effort দিতে হবে।
যেই Guideline Inbox এ একটা Voice Message এ 5 মিনিটেই পাওয়া যায়।
সেটার জন্য কাউকে Direct Call দিয়ে 30 মিনিট দুঃখের কাহিনী শুনিয়ে, তারপর বলার মানে হয় না।
🗨️ Value People’s Time
আপনার Comfort Zone Direct Call হতেই পারে, কিন্তু যাকে Call দিচ্ছেন সে Call Center না।
সে তার দিকে ভালো করছে দেখেই আপনি তাকে Reach Out করতে চাচ্ছেন। তাদেরকে Focus থাকতে Help করেন।
▪️ যতটুক দরকার ততটুকু যত কম সময়ে, কম Hassle এ নিয়ে নেওয়া যায় সেটার দিকে খেয়াল করেন।
▪️ কাউকে ইনবক্স বা Voice মেসেজ করতে গেলে বিস্তারিত একটা মেসেজে বলে দেন।
▪️ কাউকে একান্ত ই কল করতে হলে আগে মেসেজে পরিচয় দিয়ে, কি বিষয়ে কথা বলতে চাচ্ছেন জানিয়ে নেন, যাতে আপনাকে কল করে।
▪️ কারো নাম্বার আপনার কাছে আছে মানেই এই না, আপনি যেকোনো সময় কল দিয়ে বসবেন
▪️ দরকার টা আপনার, তার না। সেদিকে খেয়াল রাখবেন।