Being Accountable
যেই কাজ ই করছি বা নিজের অবস্থার সম্পূর্ন দ্বায়িত্ব নেওয়ার Practice করতে হবে।
আমার বর্তমান অবস্থার জন্য আমি ই সবচেয়ে বেশি দায়ী, এতে Situation কে বা অন্য কাউকে দোষ দিয়ে হয়ত নিজেকে সান্তনা দিতে পারবো, কিন্তু তাতে লাভ নেই।
প্রত্যেক সমস্যার সমাধান ও আছে, সেটা বের না করে নিজেকে অসহায় হিসেবে প্রকাশ করা Weak Mentality.
যখন থেকে আমরা Excuse দেওয়া বন্ধ করবো, নিজেকে Victim হিসেবে Represent করা বন্ধ করবো, তখন থেকে দেখবেন আমাদের অবস্থা চেঞ্জ হচ্ছে।