Adding Value In Others Life

Nijhoom

কথাটা এখন প্রায় সবজায়গায়ই শুনি। Value জিনিসটা আসলে কি?

আমরা এই কথাটা এখন প্রায় সবজায়গায়ই শুনি। কিন্তু Value জিনিসটা আসলে কি?

কিভাবেই বা দিতে হবে, কতটুক Value দেওয়া উচিত, এসব নিয়ে একটা Confusion থেকেই যায়।
Value এক এক জনের জন্য এক এক রকম হতে পারে।

ধরেন আপনার কোনো বন্ধু বিড়ি খায়, তাকে আপনি একটা বিড়ি খাওয়ালেন মানে তার Life এ আপনি একটু Value Add করলেন। এক্ষেত্রে বিষয়টা উপর থেকে সোজা মনে হলেও ভেতরে কি কি Factor কাজ করছে দেখি:
প্রথমত, আপনার বন্ধু আপনার থেকে বিড়ি খাবে নাকি সেটা Depend করছে আপনার সাথে তার পূর্বের সম্পর্কের ওপর।
আপনি হয়ত সব বন্ধুকে খাওয়াতে পারবেন না, বা সবাই আপনার থেকে 1টা বিড়ি নিলেও একই পরিমাণ Value Add হবে না তাদের জীবনে।

তাই আপনাকে আগে আপনার বন্ধুকে ভালো করে জানতে হবে (Relation Building), তারপর তার সাথে সময় Spend করতে হবে (Total time of direct interactions)
তারপর তার সাথে Relevant টপিক নিয়ে কথা বলে আড্ডা দিতে হবে (Freelancer বন্ধুর সাথে Income আড্ডা, ভ্রমণপ্রিয় বন্ধুর সাথে Tour এর গল্প), এটাকে Empathy বলে।

আপনি আরেকজনের সাথে তার situation এ কতটুক তার সাথে Relate করতে পারছেন, তাকে comfort দিতে পারছেন।

বলা হয় কারো সাথে একটা Deal বা লেনদেন করার আগে টোটাল 7ঘন্টার মত তার সাথে Directly বিভিন্ন ভাবে Interaction থাকতে হয়। তাহলে সে Trust করতে পারে, Value টা বুঝতে পারে।

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts