অনেকেরই Life এর একটা নির্দিষ্ট Purpose Define করা থাকে না।
যেমন চলছে, যা পাচ্ছি, তাই করতেছি। টাকা আসতেছে মানে আর কিছু ভাবার প্রয়োজন নাই।
এভাবে চলা যায় ঠিক ই, কিন্তু কোনো Problem আসলেই, Plan অনুযায়ী কিছু না হলেই অনেক Depression, Frustration এসে পরে। আর কাজে ফেরার Motivation পাওয়া যায় না।
এখানে Main Reason টা হলো, Life এর Purpose এমন কিছু কে Define করা, যেটা নিজেই Variable; Absolute না।
মানে, ধরেন আপনি কাউকে নিজের বাসার ঠিকানা লিখে দিচ্ছেন।
এমন: 6 নাম্বার মোড় এ এসে, একটা Van গাড়ী দেখতে পারবেন, সেটার পাশের গলীর মধ্যেই 5 নাম্বার বাসা।
এখানে সমস্যা টা হলো Van গাড়ী টা Absolute না, যতক্ষন পর্যন্ত Van গাড়ী টা আছে, সব ঠিক ই থাকবে।
যেই সে Van গাড়ীটা আর সেখানে থাকবে না, Full System কিছুক্ষনের জন্য Collapse করবে। আবার নতুন করে তার সাথে যোগাযোগ করে আবার নতুন ভাবে Absolute Milestone গুলো রেখে একটা ঠিকানা দিতে হবে।
ঠিক একই ভাবে, আমরা যখন টাকার জন্য, Famous হওয়ার জন্য, বা কিছু একটা করে ব্যস্ত থাকার জন্য কাজ করি। তখন আমাদের Life এর Purpose Variable এর ওপর নির্ভর করে থাকে।
যেই, আমার টাকা আসা বন্ধ হয়ে যাবে; যেই, Output আসা বন্ধ হয়ে যাবে তখনই আমার System Collapse করবে।
আমি আর কাজ করার জন্য Motivation পাবো না-
🔘 কেনো কাজ করতেছি,
🔘 কাজ করে কি লাভ,
🔘 টাকা তো বাসা থেকেই নিতে পারি,
🔘 এত কিছু করে কি হবে
এইরকম হতাশা এসে পড়বে। আর Burn Out এর কারণে 2-3 সপ্তাহ/মাস কাজ থেকে দূরে থেকে আবার motivation আসলে তারপর কাজে ফিরতে পারবো।
Successful মানুষ গুলো দেখবেন, একটা Greater Purpose এ কাজ করে, যেটা Variable না।
আমরা যারা Religious আছি, তাদের জন্য বিষয়টা সহজ। প্রত্যেক Religion এ Purpose হলো Instruction গুলো মেনে চলে, আসে পাশের মানুষের Life কে Improve এ হেল্প করা। Reward পাওয়া যাবে আল্লাহর কাছে থেকেই।
এক্ষেত্রে আমি যা ই করি, যতটুক ই করি, সেটার একটা Purpose আছে, যেটা Absolute; Change হওয়ার চান্স নাই।
তাই টাকা ইনকাম করবো, কিন্তু কেনো করবো, সেই Purpose টা যেনো এমন না হয়, যে আমি Latest model এর গাড়ী টা কিনবো তাই। কারণ যেই মুহূর্তে সেই গাড়ি টা আর Available থাকবে না, তখন আপনার কাজ করার Meaning থাকবে না, কোনো Reason খুঁজে পাবেন না। আবার কাজে ফিরতে নতুন কোনো Purpose Set করে আসতে হবে।
এভাবে বার বার Purpose Change করে খুব কম মানুষই আগের উদ্যমে Back করতে পারে।