আপনার মাথায় যদি এমন অনেক Idea থাকে যেগুলো কখনো শুরু করার সময় পান নাই, অথবা এখন আর সেই Idea গুলো শুরু করেও কোন লাভ নাই, তাহলে এই Post টা আপনার জন্য।
Career এর এই Stage এ এসে আমি Realize করলাম যে,
কোন কিছু শুরু করার থেকে বেশি Important হলো এটা Identify করা যে কোনটা শুরু করা উচিৎ হবে না।
আমরা সবাই একটা Career Path এ আছি যেখানে একটা Certain Level পর্যন্ত Already চলে গেছি, Successful তারাই হয় যারা নিজেদেরকে এমন Stage এও Push করতে পারে, Problem গুলো Solve করতে করতে সামনে এগিয়ে যায়।
আপনি এখন যেই Business বা Service থেকে টাকা Income করছেন একটু খেয়াল করলে দেখবেন, এই পর্যন্ত আসতে আপনার অনেক কিছু Sacrifice করতে হইছে, অনেক সময় আর Effort দিতে হইছে।
তাই এখন নতুন কোন Initiative নিতে হলে আপনাকে আবার সেই Same পরিমাণ সময় আর Effort Invest করতে হতে পারে যেটা করা আমাদের অনেকের পক্ষেই সম্ভব হয়ে উঠে না। তাই Initiative গুলো আর Result Generate করা পর্যন্ত যেতে পারে না।
এজন্য যদি আপনার মনে হয় যে, আগে যেই Plan গুলো করেছিলেন সেগুলোর মধ্যে কোন একটা Plan হয়ত এখন আর তেমন বেশি Effective হবে না তাহলে সেটা Start না করাই ভালো।
মনে রাখবেন,
“নতুন কিছু Start করার থেকে, ভুল কিছু Start না করা অনেক বেশি Important!