এটা নাহয় ঐটা

Nijhoom

আমরা সব সময় Black & White ভাবতে চেষ্টা করি, যেমন: Marketplace এ কাজ করবো নাকি বাইরে কাজ করবো?

আমরা সব সময় Black & White ভাবতে চেষ্টা করি,

যেমন: Marketplace এ কাজ করবো নাকি বাইরে কাজ করবো? কিন্তু একটু খেয়াল করলেই দেখবেন যে Marketplace এ কাজ করার Pain Point গুলো হলো:
▪️Fee দিতে হয়
▪️Deadline এর প্যারা
▪️কম Budget এর কাজ থাকে
▪️Profile Ban হওয়ার ভয়

এই সমস্যা গুলো কিন্তু Major সমস্যা না।

এক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু Marketplace এর পাশাপাশি Out of Marketplace এ আমাদের Effort গুলো বাড়াতে পারি, কারণ Market এর বাইরে হয়ত উপরে Mention করা Issue গুলো কম কিন্তু সেখানে আবার:
🏷 Client খুঁজা
🏷 Marketing Cost
🏷 Payment Method Issue
🏷 Scammer Clients
এই Issue গুলো Add হবে।

তাই “এটা নাহয় ঐটা”এভাবে চিন্তা না করে আমাদের উচিত Marketplace এ কাজের পাশাপাশি Out of marketplace নিয়ে Effort দেওয়া। যখন Out of marketplace থেকে বেশি Result আসবে তখন Marketplace এর Effort কমিয়ে দিতে পারেন।

তবে মনে রাখবেন,

🪺Multiple Income Stream থাকা কিন্তু Important!

↘️ নিজের টাইমলাইনে অথবা Friend কে শেয়ার করতে পারেন-

Facebook
WhatsApp
Telegram
LinkedIn

Table of Contents

🚀 আরও Related Posts

HOW TO START FREELANCING

ফ্রিল্যান্সিং করতে হলে প্রথমেই আপনাকে যেকোনো একটা skill ভালো ভাবে শিখে নিতে হবে।

Read Post »

Maintain Consistency

আমাদের চারপাশে Continuous Rejection চলতেই থাকে, কিন্তু আমরা কয়জন সেটা Handle করতে পারি?

Read Post »

Effective Communication

আমরা অনেকেই Client দের সাথে ভালো করেই Communication করি এরপরও দেখা যায় Success Score এর মধ্যে Effective Communication Negative Impact থাকেই।

Read Post »
এই টপিকে আর পোস্ট খুঁজে পাচ্ছি না Boss! 😩

🚀 আমার Recent FB Posts