আমার মত যারা কাজে Focus নিয়ে সমস্যায় আছেন।
কোনো কাজ করবো করবো করে শুরুই করা হচ্ছে না!?
💬 এই Post টা তাহলে আপনার জন্যই।
অনেক কিছু একসাথে করার Plan থাকলে এমন হয়।
1️⃣ প্রথমেই আমি আমার হাতে থাকা Pending Task গুলো List করবো কোনো Digital Notepad এ।
💬 আমি Google Keep¹ use করি।
2️⃣ তারপর Priority + Impact অনুযায়ী Sorting করবো।
(Impact মানে হলো, এই কাজ টা যদি Successfully করতে পারি তাহলে এটা আমার Career/Life/Income এ কতটুক অবদান রাখবে।)
3️⃣ তারপর এই মাসে করার জন্য 1টা অথবা 2-3 টা Task নিবো এই List এর Top 5টা থেকে।
4️⃣ তারপর সেগুলো ছাড়া এই মাসে আর কোনোটায় হাত দিবো না (যদি না সেটা Urgent & Important হয়)