আমার দিনে কিছু Free সময় থাকে, তখন কি আমি Freelancing করতে পারবো?
বিভিন্ন জায়গায় প্রতিবেদন দেখে, আমরা ভাবি যে ফ্রিল্যান্সিং এ কিছু সময় দিলেই এখান থেকে ভালো কিছু করা সম্ভব,
কিন্তু বাস্তবতা অন্যরকম!
হ্যাঁ, আপনি দিনে Free সময়ে কাজ করতে পারবেন, But কাজটা পাওয়ার জন্য আপনাকে বাকী সময়ও Available থাকতে হবে।
যেহেতু Maximum কাজ USA, Canada অথবা Europe থেকে আসে, তাই তাদের সময় অনুযায়ী আপনাকে একটিভ থাকতে হবে।
আর সেই সময় কোন Client মেসেজ দিলে তাকে Attend করতে হবে।
এখন আপনি যদি দিনের কিছু Free সময় বাদে বাকি সময় Client Communication করার জন্য Attend করতে না পারেন, তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না।
আর Freelancing এ কাজ করতে পারার থেকে কাজ পাওয়া টা বেশি Challenging.
কাজ পেলে সেটা অন্য কাউকে দিয়েও করিয়ে নেওয়া যায়।